সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে আমজাদ হোসেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১১:৫৫ এএম

গুণী চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে। আমজাদ হোসেনের দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান তার সঙ্গে গেছেন।
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলীক বলেন, মঙ্গলবার দিবাগত রাত দুইটার সময় হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা হন। বাংলাদেশ সময় সকাল ৮টায় তারা ব্যাংকক পৌঁছেছেন।
সোমবার (২৭ নভেম্বর) ব্যাংকক থেকে তিন সদস্যের চিকিৎসক দল রাত ১১টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে আসেন। এরপর তারা আমজাদ হোসেনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
১৮ নভেম্বর ব্রেন স্ট্রোক হলে গুরুতর অবস্থায় আমজাদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথমদিন থেকেই তাকে রাখা হয় লাইফ সাপোর্টে।
২০ নভেম্বর আমজাদ হোসেনের দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী সেসময় আমজাদ হোসেনের চিকিৎসার সব দায়িত্ব নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন