শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চার ব্যাংকে ৫৪৭ কর্মকর্তা নিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত চার ব্যাংকে কর্মকর্তা (সাধারণ) পদে ৫৪৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোনালী ব্যাংক লিমিটেডে ৩৩৬ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৬২ জন, কর্মসংস্থান ব্যাংকে ১০৮ জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে একটি প্রথম বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। ১ অক্টোবর ২০১৮ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন