রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

যুদ্ধ কোনো বিকল্প নয় : ড. আরিফ

পাকিস্তানের অস্ত্রসম্ভার কেবলই আত্মরক্ষামূলক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি মঙ্গলবার বলেছেন যে, পাকিস্তানের অস্ত্রসম্ভার ‘শান্তিপূর্ণ উদ্দেশ্যে’ ব্যবহারের জন্য, দেশ সব ইস্যু সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করতে চায়। করাচির এক্সপো সেন্টারে ১০ম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে ড. আলভি বলেন, যুদ্ধ কোনো বিকল্প নয়। আমরা কঠোরভাবে আমাদের সীমান্তগুলো সামাল দিয়েছি, আর এর মাধ্যমে আমাদের প্রতিবেশীদের কাছে কড়া বার্তা পাঠিয়েছি। তিনি বলেন, আমরা সন্ত্রাসবাদ সামাল দিয়েছি। দেশের প্রতিরক্ষার জন্য সম্ভব সব পদক্ষেপ গ্রহণ করা হবে। চার দিনের প্রতিরক্ষা প্রদর্শনীতে ৫১টি দেশের ২৬২ জন উচ্চপদস্থ প্রতিনিধি যোগ দেন। প্রেসিডেন্ট আরো বলেন, আমাদের অস্ত্রসম্ভার শান্তিপূর্ণ উদ্দেশ্যে। আমরা এই অঞ্চলের অস্থিতিশীলতা চাই না। সন্ত্রাসবাদের বিরদ্ধে যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর আত্মত্যাগের প্রশংসা করে প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তান সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রাচীর। তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী অন্যতম অভিজ্ঞ বাহিনী। আমরা আমাদের শহীদদের জন্য গর্বিত। তিনি আফগান যুদ্ধের ফলে উদ্বাস্তু হওয়া ৩৫ লাখ লোকের পাকিস্তানে অবস্থানের কথাও বলেন। তিনি তাদের আশ্রয় প্রদানের কথা উল্লেখ করে বলেন, বিশ্ব পাকিস্তানের অবদানের কথা ভুলে গেছে। তিনি বলেন, পাকিস্তান যুদ্ধ চায় না। কারণ ক্ষুধা, পুষ্টির অভাব আর কষ্ট ছাড়া যুদ্ধে আর কিছুই পাওয়া যায় না। তিনি বলেন, ২০ কোটি লোকের দেশ পাকিস্তান কঠোর সংগ্রাম করে তার অর্থনীতিকে নিরাপদ করার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, অর্থনীতি দৃঢ়ভাবে না দাঁড়ালে দেশের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া যায় না। ডিফেন্স প্রমোশন অর্গ্যানাইজেশনের আয়োজনে এই প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন অংশের প্রতিরক্ষা শিল্পের সাথে জড়িতদের একত্রিত করেছে। এসএএম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন