রাজশাহীতে বিনা টিকিটে রেল ভ্রমণের অভিযোগে বৃহস্পতিবার রাতে ৫৭ যাত্রীকে জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন, রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি সিসিএম ফুয়াদ হোসেন আনন্দ।
তিনি জানান, রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধুমকেতু ট্রেনে এই অভিযান পরিচালিত হয়। এই ট্রেনে বিনাটিকিটে ৫৭ যাত্রীকে ভ্রমণ করছিলেন।
টিকিট চেকিংএর সময় একে একে ৫৭ যাত্রীকে আটক করেন কর্তব্যরত টিটিই ও গার্ড। তাদের কাছে ট্রেনের কোন টিকিট না পাওয়ার কারণে তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। বিনাটিকেটে রেলভ্রমণ প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে এই কর্মকর্তা জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন