বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংসদ নির্বাচন

জাপার দুর্গ কাঁপছে

হালিম আনছারী, রংপুর থেকে | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসন আওয়ামী লীগ নিজেদের ঘরে রেখে ২টি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে। ফলে এবারও জাতীয় পার্টির দখলে থাকা ৬টি আসনের মধ্যে ৪টি আসন হাতছাড়া হওয়ার পথে। আর এ কারণে ক্ষুব্ধ হয়েছেন দলীয় নেতাকর্মীরা। তবে জাতীয় পার্টি এখনও যথেষ্ট আশাবাদী আরও দু’টি আসন নিজেদের ঘরে রাখতে।
জানা যায়, রংপুর-৬ যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি, তাই এই আসনটি তাকে ছাড় দিতে আপত্তি নেই। তাছাড়া রংপুর-৫ মিঠাপুকুর আসনটিও তারা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ,এন আশিকুর রহমানকে ছাড় দিতে চায়। বাকি ২টি আসন তারা ফিরে পেতে চায়। কিন্তু আওয়ামী লীগ রংপুর-৩ (সদর) এবং রংপুর-১ (গঙ্গাচড়া) এই দু’টি আসন বাদে বাকি ৪টিতে প্রার্থী চূড়ান্ত করেছে। এর মধ্যে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। এখানে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাইফুল ইসলাম। এই আসনে জাতীয় পার্টির কোন প্রার্থী নেই। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সী এমপি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রহিম উদ্দিন ভরসার ছেলে এমদাদুল হক ভরসা। এই আসনে জাতীয় পার্টি থেকেও মনোনয়নপত্র জমা দিয়েছেন সেলিম বেঙ্গল। তবে তার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় বেশ দ্বিধা-দ্বন্দ্বে আছেন তিনি। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ, এন আশিকুর রহমান এমপি। এখানে জাপা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ফখর উজ জামান জাহাঙ্গীর। তিনি এখন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছেন। বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাপা থেকে নির্বাচিত সাবেক এমপি সোলায়মান আলম ফকির। আর রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান এমপি আহসানুল হক চৌধুরী ডিউকসহ দু’জন। এদের দু’জনের মধ্যে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি কেন্দ্র। তাই তারা দু’জনেই নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই আসনে বিএনপি থেকে দু’জন মনোনয়ন জমা দিয়েছেন। জাতীয় পার্টি থেকেও জমা দিয়েছেন দু’জন। তাদের ব্যাপারেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া আসন দু’টি হলো-রংপুর-১ (গঙ্গাচড়া) এবং রংপুর-৩ (সদর)। এরমধ্যে রংপুর-৩ (সদর) আসনে জাপা চেয়ারম্যান এরশাদ মনোনয়ন জমা দিয়েছেন। এই আসনে আওয়ামী লীগ থেকে জেলা সভাপতি মমতাজ উদ্দিন এবং বিএনপি থেকে মোজাফফর হোসেন ও রীতা রহমান মনোনয়ন জমা দিয়েছেন। রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে জাপা থেকে মনোনয়ন জমা দিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি। এখানে বিএনপি থেকে দু’জন মনোনয়ন জমা দিয়েছেন।
এক সময়কার জাতীয় পার্টির দূর্গ ছিল রংপুরের ৬টি আসন। ‘এলাকার ছাওয়াল’ হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে এ অঞ্চলের মানুষ অন্ধভাবেই ভালোবাসতেন। তাই এখানকার ৬টি আসনেই ছিল জাতীয় পার্টির জন্য নির্ধারিত। লাঙ্গল প্রতীক নিয়ে যেই নির্বাচন করতেন জিতে যেতেন বিপুল ভোটের ব্যবধানে। কিন্তু বিভিন্ন সময়ে এরশাদের বিভিন্ন কর্মকা-ে ক্ষুব্ধ হতে থাকে এ অঞ্চলের মানুষ। তার প্রতি ভালোবাসা কমতে থাকে। আর এ সুযোগ কাজে লাগায় আওয়ামী লীগ। ২০০৮ এবং ২০১৪ সালে কৌশলে জাপার কাছ থেকে ২টি আসন বাদে ৪টি আসন নিয়ে নেয় আওয়ামী লীগ। তখন থেকেই হাতছাড়া হয়ে যায় জাতীয় পার্টির নির্ধারিত ৬টি আসনের মধ্যে ৪টি আসন। জাতীয় পার্টির দখলে থাকা রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনটি হাতছাড়া হয়ে যায় ২০১৪ সালে। তখন এই আসন থেকে এমপি নির্বাচিত হন বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী। এবারেও তিনি প্রার্থী। রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা) আসনে ২০০৮ ও ২০১৪ সালে নির্বাচিত হন আওয়ামী লীগের টিপু মুন্সি। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে গত দুই নির্বাচনে জিতেছেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। ২০০১ সাল পর্যন্ত আসনটি জাতীয় পার্টির দখলে ছিল। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি। ২০০১ সালে এই আসনে জাতীয় পার্টির প্রার্থীর কাছে হেরে যান তিনি। তবে ২০০৮ ও ২০১৪ সালে তিনি নির্বাচিত হন। এবারও এখান থেকে তিনি নির্বাচন করবেন। ২০০৮ সালে আওয়ামী লীগকে ছেড়ে দেয়ায় এই আসন থেকে নির্বাচিত সাবেক এমপি নুর মোহাম্মদ মন্ডল জাপা ত্যাগ করে বিএনপি যোগদান করেন। সম্প্রতি তিনি বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেন। বর্তমানে এ আসনে জাতীয় পার্টির তেমন কোন প্রার্থী নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন