শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংসদ নির্বাচন

কোন দলের কতজনের মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোট ৩০৬৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগের ২৮১ জন, বিএনপির ৬৯৬, জাতীয় পার্টির ২৩৩, অন্যান্য রাজনৈতিক দলের ১৩৫৭ এবং স্বতন্ত্র হিসেবে ৪৯৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ প্রেস ব্রিফ্রিংয়ে এ কথা জানান। এর আগে গত বুধবার ৩০০ সংসদীয় আসনে প্রতিদ্ব›িদ্বতার জন্য ৩০৫৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন বলে জানিয়ে ছিলেন তিনি। আরও ৯টি বেড়েছে বলে উল্লেখ করে তাড়াহুড়ার মধ্যে হিসাব দেয়ায় গরমিল হয়েছে বলে জানান ইসি সচিব।
তিনি বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি দলের সবগুলোই প্রতিদ্ব›িদ্বতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছে।’
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) ২৮১ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) (ধানের শীষ) ৬৯৬, জাতীয় পার্টি (জাপা) (লাঙ্গল) ২৩৩, জাতীয় পার্টি-জেপি (বাইসাইকেল)-১৭, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি (কাস্তে) ৭৭, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মই) ৪৯, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (মশাল)-৫৩, গণফোরাম (উদীয়মান সূর্য) ৬১, বিকল্পধারা বাংলাদেশ (কুলা) ৩৭, জাতীয় সমাজতান্ত্রিক দল (তারা) ৫১, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ২৯৯, বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ) ২৬, কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) ৩৭, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (ছাতা) ১৫ জন। বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল (চাকা) ৩, গণতন্ত্রী পার্টি (কবুতর)-৮, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (কুঁড়েঘর) ১৪, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি)-৩৩, জাকের পার্টি (গোলাপ ফুল) ১০৮, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (গরুর গাড়ি) ১১, বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা) ২০, বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন) ৪৯, ন্যাশনাল পিপলস পার্টি (আম) ৯০, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (খেজুর গাছ) ১৫, গণফ্রন্ট (মাছ) ১৬, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি (বাঘ) ১৬, বাংলাদেশ ন্যাপ (গাভি) ৪, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ১৩, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) ২৮, বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি) ৫, ইসলামী ঐক্যজোট (মিনার) ৩২, বাংলাদেশ খেলাফত মজলিশ (রিকশা) ১২, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ২১, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা (হুক্কা) ৬, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (কোদাল) ৩০, খেলাফত মজলিশ (দেয়ালঘড়ি) ১২, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাতপাঞ্জা) ১৭, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) ১ ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন) ৭১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে।
এসব মনোনয়নপত্র আজ রোববার বাছাই শুরু হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন