শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রস্তুত ৯৬৭টি ইভিএম মেশিন

খুলনা-২

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা) আসনের জন্য ৯৮৭টি ইভিএম মেশিন প্রস্তুত করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর খুলনার এই আসনটিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
খুলনা সদর থানা নির্বাচন অফিসার এটিএম শামীম মাহমুদ জানান, ‘খুলনা-২ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৯৯ জন। এ আসনে ১৫৭টি কেন্দ্রের ৬৫৩টি বুথে ভোটগ্রহণ হবে। প্রতিটি কেন্দ্রের জন্য পাঁচটি করে ইভিএম মেশিন প্রস্তুত করা হয়েছে।’ তিনি বলেন, ‘ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়ার জন্য খুব শিগগিরই ১৫৭ জন প্রিজাইডিং অফিসার, ৬৫৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৩০৬ জন পোলিং অফিসারের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।’
খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক হোসেনুর রহমান বলেন, ‘ইভিএম পদ্ধতিতে কারচুপিরর সুযোগ থাকবে না। ইন্টারনেট সংযোগ থাকবে না। হ্যাকিং করার সুযোগ নেই। ফিংগার প্রিন্ট মিললে ভোটারকে ভোটদানের সুযোগ দেওয়া হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন