সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এয়ারটেল’র আয়োজনে ইয়োলো স্টার সঙ্গীত প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

দেশের সঙ্গীতপ্রেমীদের জন্য ‘এয়ারটেল ইয়োলো স্টার’ নামে একটি সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে বন্ধুদের ১# নম্বর নেটওয়ার্ক এয়ারটেল। সবার সামনে তরুণ শিল্পীদের প্রতিভা মেলে ধরার অন্যতম সুযোগ তৈরি করেছে এ প্ল্যাটফর্ম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে একটি কভার সং গেয়ে এবং তা ভিডিও করে এয়ারটেল ইয়েলো মিউজিক পেজে আপলোড করতে হবে। এ ক্ষেত্রে প্রতিযোগীদের বয়সসীমা ১২ থেকে ৩০ বছর। দর্শক ও বিচারকদের স্কোরের ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে। ইতোমধ্যে ২৩ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে এবং ২৩ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ও দিলশাদ নাহার কণা। বিচারকবৃন্দ প্রতিযোগীদরে মধ্য থেকে শীর্ষ ১৫ জনকে নির্বাচন করবেন। আর তাদের মধ্য থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। নিজস্ব গানের সাথে একটি মিউজিক ভিডিও তৈরি করার সুযোগ পাবেন বিজয়ী কণ্ঠশিল্পী। ২০১৯ সালের ফেব্রæয়ারিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আগ্রহীরা বিস্তারিত জানতে বিডিডট এয়ারটেল ডটকম অথবা ফেসবুকের এয়ারটেল বাজ বা এয়ারটেল ইয়োলো মিউজিক পেজটি দেখতে পারেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন