‘বাগি’ রনি (টাইগার শ্রফ) নামে দিল্লির এক টগবগে তরুণের গল্প। ২৩ বছর বয়সী তরুণটির মধ্যে প্রচলিত সবকিছুর বিরুদ্ধে প্রতিবাদ করার ধাত আছে। এর ফলে সবার সঙ্গেই সে সংঘাতে জড়ায়। তার এই এই অবাধ্য, বেপরোয়া আর রাগী স্বভাব নিয়ন্ত্রণের জন্য তার বাবা তাকে কেরলার একটি প্রতিষ্ঠানে পাঠায়। সেখানে যাবার পথে রনির সঙ্গে সিয়া’র (শ্রদ্ধা কাপুর) পরিচয় হয়। দুজনই অনুভব করে তাদের মধ্যে অদ্ভুত অনেক মিল রয়েছে। স্বাভাবিকভাবে তাদের মাঝে বন্ধুত্ব হতে খুব দেরি হয় না। প্রতিষ্ঠানে ভর্তি হয় রনি। সেখানে আরেক শিক্ষার্থী রাঘবের (সুধীর বাবু) কথা জানতে পারে সে। রাঘব সেখানকার শীর্ষ শিক্ষার্থীদের একজন। রাঘবও সিয়ার প্রেমে পড়ে এবং দুজনের মধ্যে দ্ব›েদ্বর সূচনা হয়। বেশ কয়েক বছর পরের কথা। রনি জানতে পারে সিয়া অপহৃত হয়েছে। তাকে উদ্ধার করার জন্য সে থাইল্যান্ডে এসে পৌঁছে। নতুন শহরে পথ হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত সে আবার মুখোমুখি হয় রাঘবের। জানতে পারে রাঘব এখনও ভালবাসে সিয়াকে। এক নারীকে নিয়ে দুই পুরনো প্রতিদ্ব›দ্বী আবার সামনাসামনি হয়। সিয়াকে জয় করার জন্য সংঘর্ষে নামে দুই তরুণ। শেষ পর্যন্ত কে জয়ী হবে? রাঘব না রনি?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন