শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

দুই ও পাঁচ টাকার নতুন নোট ইস্যু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের নতুন নোট ইস্যু করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নতুন দুই ও পাঁচ টাকা মূল্যমানের নোট ইস্যু করা হয়। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্য সব অফিসে এ কার্যক্রম চলবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত নতুন মুদ্রিত এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত একই মূল্যমানের কাগুজে নোট ধাতব মুদ্রা চালু থাকবে। নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট বর্তমানে প্রচলিত নোটের মতই। উল্লেখ্য, দেশে প্রচলিত আইন অনুসারে ১, ২ ও ৫ টাকার নোট সরকারি মুদ্রা। অপরদিকে, ১০ টাকার নোট থেকে ১০০০ টাকার নোট ব্যাংক মুদ্রা। সরকারি মুদ্রায় অর্থ সচিবের স্বাক্ষর থাকে, অপরদিকে ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংক গভর্নরের স্বাক্ষরে মুদ্রায় হয়। আগে পাঁচ টাকা ব্যাংক নোট থাকলেও ২০১৫ সালের নভেম্বর থেকে এটিকে সরকারি নোটে পরিবর্তন করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন