শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ বিশ্বাস শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর (নৌকা) পক্ষে গত বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট প্রচার-প্রচারণায় অংশ নেন। এদিকে এমপি ওয়াদুদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী আলহাজ আশরাফুল হক। এ ছাড়া তোহুরুল ইসলাম নামে একজন আইনজীবীও লিখিত অভিযোগ করেছেন এমপি ওয়াদুদের বিরুদ্ধে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরজিতা আহসান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি এলাকার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে তারাই ব্যবস্থা নেবেন। সংশ্লিষ্ট সূত্রের অভিযোগে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে যান। সেখানে তিনি ওই ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থী মোস্তাকুল হক পিন্টুর নৌকা প্রতীকের পক্ষে কয়েকটি জনসভা ও পথসভা করেন। অভিযোগে আরও বলা হয়, আবদুল ওয়াদুদ এমপি ইউনিয়নের চ-ীপুর আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা, বিরাহিমপুর ঘরামুপাড়া পুকুর পাড়ে জনসভা ও আক্কেলপুরে একাধিক পথসভা করে দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। অভিযোগ মতে, এসব জনসভা ও পথসভায় এমপি আবদুল ওয়াদুদ এলাকাবাসীর উদ্দেশে বলেন, আপনারা নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাকুল হক পিন্টুকে ভোট দেবেন। পিন্টুকে ভোট না দিলে উন্নয়নের কোনো সুফল পাবেন না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন