বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

সিলেট সিক্সার্সে ইমরান তাহির

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আইপিএল, পিএসএল, সিপিএল ও কাউন্টি ক্রিকেটের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ইমরান তাহির নাম লিখাতে যাচ্ছেন বিপিএলে। আগামী ৫ জানুয়ারি শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সাত দলের এ টুর্নামেন্টে অংশ নিতে প্রথমবারের মতো আসছেন লেগ স্পিনার ইমরান তাহির। সিলেট সিক্সার্সের জার্সিতে দেখা যাবে পাকিস্তানী বংশোদ্ভুত দক্ষিণ আফ্রিকান এ লেগ স্পিনারকে।
দক্ষিণ আফ্রিকায় কিছুদিন আগেই শেষ হল টি-টোয়েন্টি লিগ এমজানসি সুপার লিগ। প্রতিযোগীতায় নেলসন ম্যান্ডেলা বে জায়ান্টসে’র হয়ে খেলেছিলেন ইমরান। ৭ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। ৩৯ বছর বয়সি এ লেগ স্পিনারের টি-টোয়েন্টি রেকর্ড বেশ বর্ণাঢ্য। ২৩২ ম্যাচে নিয়েছেন ২৭৬ উইকেট।
শিরোপার স্বাদ পেতে শক্তিশালী দল গঠন করেছে সিলেট। শুরুতেই মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে দলে নিয়েছে সিলেট। এছাড়া সাব্বির রহমান, নাসির হোসেন, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরাণকে দলে টেনেছে সিলেট। এবার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের নিয়মিত মুখ ইমরানকে নিয়ে শক্তি বাড়াল সিলেট। এ লেগ স্পিনারের পাশাপাশি সিলেট দলে ভিড়িয়েছে পাকিস্তানের বাঁহাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজকে। দলটির কোচ হিসেবে থাকবেন পাকিস্তানের ওয়াকার ইউনুস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন