শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চাটমোহরে শীতবস্ত্র বিতরণ

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৭ এএম

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন গ্রামের অসহায়, দুস্থ, ছিন্নমুল, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ‘চাটমোহর-একটি বাড়ি একত্রে সবাই’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। গত বুধবার সন্ধ্যায় চাটমোহরের কৃতি সন্তান বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন। উপজেলার মথুরাপুর, বাহাদুরপুর, জবেরপুর, নতুন বাজার, ধরইল, কুকড়াগাড়ি, রামনগর, ছাইকোলা, রেলস্টেশনসহ বিভিন্ন এলাকার দু:স্থ ও অসহায় অন্তত সাড়ে ৮ শ’ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে পাবনার টেলিভিশন সাংবাদিক সমিতি (টেসাস) এর সভাপতি, একুশে টেলিভিশন ও দৈনিক মানব জমিনের পাবনাস্থ স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাবেক পৌর কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল্লাহ চঞ্চল, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক খলিল উদ্দিন হায়দার খান শান্ত, শহীদ এম মনসুর আলী ডিগ্রি (অনার্স) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিত, শ্যামল মানি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন