জনপ্রতিনিধিত্বশীল নতুন সংসদ নির্বাচন দেয়ার দাবিতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব-বাংলাদেশ, ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ ঢাকা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিতব্য মানববন্ধন করতে দেয়নি পুলিশ। এর প্রতিবাদে মানববন্ধনের জন্য জাতীয় প্রেস ক্লাবে আগত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে গিয়ে এক প্রতিবাদ সভা করে।
ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব জনাব শেখ রায়হান আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সীমাহীন জাল ভোটের বিতর্কিত সংসদ বিলোপ করে জনপ্রতিনিধিত্বশীল নূতন সংসদ নির্বাচন দাবি করেন। নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনের নামে এরূপ নির্লজ্জ ভোট জালিয়াতির ইতিহাস নেই। অভিনব এ ভোট জালিয়াতির এ সংসদ জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না।
নেতৃবৃন্দ স্বাধীনতা হরণকারী একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্র থেকে উদ্ধারের লক্ষ্যে সব মানুষের সম মর্যাদা, নিরাপত্তা ও অধিকার ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন