শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝালকাঠিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ৩:২০ পিএম

ঝালকাঠিতে পুলিশের বাধার কারেন যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি করতে পারেনি নেতা কর্মীরা। রবিবার সকাল ১০ শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে জেলা যুবদল র‌্যালি বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। সামনে এগোতে না পেরে নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে দলীয় কার্যালয়ের মধ্যে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে। জেলা যুবদলের সভাপতি জিএম আবদুস সবুর কামরুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, সহসভাপতি কামাল মল্লিক ও পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন। এসময় বক্তারা তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন