মানিকগঞ্জে পুলিশের বাধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারেনি নেতাকর্মীরা । রবিবার সকালে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এর পর থেকেই পুলিশ সেখানে অবস্থান নেয় । যুবদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে চাইলে তাদের চ্ছত্রভঙ্গ করে দেয়া হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালনের কথা ছিল বলে জানান জেলা যুবদলের সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকু। তিনি আরোও বলেন গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠাবাষিকী পালন করতে চাইলেও পুলিশ বাধা দেয়। তারা অফিসের ভিতরেও ঢুকতে দেয়নি। অফিসের সামনেও দাড়াতে দেয়নি।এতে গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী মোশতাক হোসেন দিপু, রিয়াজ মাহমুদ হারেজ, ফরহাদ সহ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দিন আহমেদ বলেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কায় যুবদলকে কর্মসুচি পালন করতে দেওয়া হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন