রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আরএমপি কমিশনারের কার্যালয়ে এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, নগরীর বোয়ালিয়া থানার ডিসি অমিত জাফর, মতিহার থানার ডিসি সাজিদ হোসেন, এসি আবু আহমদ আল মামুন, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইফতেখায়ের আলম, এসি (মতিহার) সামসুল আজম, হাবিবুর রহমান, রাবি প্রেসক্লাবের সভাপতি মানিক রাইহান বাপ্পী ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, সাবেক সভাপতি রবিউল ইসলাম তুষারসহ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার (বিপিএম) বলেছেন, রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) ক্যাম্পাসকে মাদকমুক্ত করা হবে। ক্যাম্পাসে কিছু মাদক ব্যবসায় জড়িত ও ইয়াবা সেবনকারী রয়েছে। সেগুলো চিহ্নিত করা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত যতই প্রভাবশালী বা সরকার দলীয় ছাত্রসংগঠনের লোক হোক না কেন ? কাউকেই ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগীতার করার আহবান জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন