নগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও শৃঙ্খলা আনতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগ আজ মঙ্গলবার থেকে ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু করেছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
ডিএমপি জানায়, ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়ন ও সচেতনতা বৃদ্ধির ফলে ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলার উন্নতি হচ্ছে। ট্রাফিক আইন বিষয়ে বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়।
তবে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতার ফলে ঢাকা শহরে ট্রাফিক শৃঙ্খলার উন্নতি চোখে পড়ছে।
ট্রাফিক শৃঙ্খলার উন্নয়নে যেসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট, প্ল্যাকার্ড, ফেস্টুন, গাইড বই বিতরণ। সমাজের বিভিন্ন শ্রেণিপেশার সদস্যকে নিয়ে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ইন্টার সেকশনগুলোয় ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন।
রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, গার্ল গাইড, বিএনসিসি সদস্যদের ট্রাফিক কার্যক্রমে সম্পৃক্ত করা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে অবশিষ্ট জেব্রা ক্রসিং/রোড মার্কিংগুলো দৃশ্যমান করা।
মূল সড়কের পাশে অবস্থিত স্কুল-কলেজের ছুটির সময়ে ওই এলাকায় ট্রাফিক পুলিশ ও স্কুল-কলেজের ভলান্টিয়ার মোতায়েন করা। এসব অঞ্চলে যথাযথ ট্রাফিক আইন স্থাপন করা। সব ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত বিশেষ ট্রাফিক অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন