কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে যাচ্ছিলেন মো. হজরত আলী স্বাধীন (৪৮)। ছিলেন মোবাইল হেডফোনের গানের প্রতি পুরো মনোযোগী। এভাবে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান স্বাধীন।
গতকাল (শনিবার) বিকেলে নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় রেললাইনে ওইভাবে পথ চলতে গিয়ে ডেমু ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। নিহত স্বাধীন দিনাজপুর জেলার নিজাম উদ্দিন সরকারের ছেলে। তার বাসা ষোলশহর এলাকায়।
ষোলশহর স্টেশন রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, কানে হেডফোন লাগিয়ে ষোলশহর স্টেশনের দিকে হেঁটে যাওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী ডেমু ট্রেন বারবার হুইসেল দিলেও শুনতে পাননি তিনি। ট্রেনের ধাক্কায় তিনি ২০-২৫ গজ দূরে ছিটকে পড়েন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা তার লাশ উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন