নোয়াখালী-লাকসাম রেলপথের হরিনারায়নপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে নূর মোহাম্মদ (৬০) নামের এক বৃদ্ধ দ্বি-খন্ডিত হয়ে নিহত হয়েছে।
রবিবার সকাল পৌনে ১০টার দিকে নোয়াখালী-লাকসাম রুটের হরিনারয়ণপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ পশ্চিম রাজারামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।
চৌমুহনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে মাইজদী হরিনারায়ণপুর এলাকায় পৌঁছলে নূর মোহাম্মদ নামের ওই বৃদ্ধ ট্রেনের নিছে কাটা পড়ে নিহত হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন