নাটোর জেলা সংবাদদাতা
নাটোরের বাগাতিপাড়া উপজেলার লক্ষণহাটি এলাকায় ট্রেনে কাটা পড়ে মিনা বেগম (২৪) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনা বেগম উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। নাটোর রেলওয়ে স্টেশনের সহকারী মাষ্টার অশোক কুমার জানান, মিনা বেগমের স্বামী শারীরিক অসুস্থতার জন্য বাগাতিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুপুরে মিনা বেগম (২৭) বাড়ি থেকে অসুস্থ স্বামীর জন্য খাবার নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে লক্ষণহাটীতে রেল লাইন পারাপারের সময় সৈয়দপুর-খুলনাগামী আন্তঃনগর ট্রেন রুপসা একপ্রেসের ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন