ঝিনাইদহের কোটচাঁদপুর রেলষ্টেশনে ট্রেনে কাটা পড়ে গনেশ চন্দ্র (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রকেট মেইল ট্রেনটি কোটচাঁদপুর রেলষ্টেশনে পৌঁছানোর সময় এ ঘটনা ঘটে। নিহত গনেশ চন্দ্র পৌর এলাকার মৃত নিতাই চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু ঘটে।
এ বিষয়ে রেলস্টেশনের কর্তব্যরত মাষ্টার নুরুল হক জানান, দুর্ঘটনার সাথে সাথেই খুলনা ও যশোর জিআরপি পুলিশ ফাঁড়িতে ম্যাসেজ পাঠিয়েছি। তারা এসে মরদেহ উদ্ধার করবেন বলে যোগ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন