পাবনার পাকশী লালনশাহ সেতু এলাকার গোল চত্ত¡রের কাছে শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে বাস থেকে গুলি ও অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম ফারুক হোসেন (২২) । সে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিললমারির চর এলাকার দিনু মÐলের পুত্র।
পুলিশ জানায়, বৃহষ্পতিবার রাতে কুষ্টিয়া-ঈশ্বরদী-নাটোর মহা সড়কের পাকশী লালনশাহ সেতুর ঈশ্বরদী থানা এলাকায় গোল চত্ত¡রের কাছে কুষ্টিয়া-ঢাকাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে পাকশী হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ফারুক হোসনেকে আটক করে।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনে যাত্রীবেশে থাকা ফারুক ঢাকায় যাচ্ছিলেন। বাসে তার শরীর তল্লাশি করে জ্যাকেটের ভেতরে রাখা দুটি বিদেশী পিস্তল ও গুলি জব্দ করা হয়। পুলিশের দাবি আটককৃত যুবক একজন অস্ত্র ব্যবসায়ী।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী জানান, যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে পাবনার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন