কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রোববার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। থানার পরিদর্শক অপারেশন ত্রিনাথ সাহা ও এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো, কুমিল্লার দেবিদ্বার থানার চুলাশ গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩২), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৮) ও সদর দক্ষিণ থানার উলুইন গ্রামের মৃত নুর আহাম্মদের ছেলে রফিকুল ইসলাম(৩৫)। তাদের হেফাজত থেকে একটি ম্যাগজিনযুক্ত সিলভার কালার পিস্তল, এক রাউন্ড গুলি ও দুইটি রামদা উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গতকাল রোববার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ৫/৬ জন অস্ত্রসস্ত্র নিয়ে সমবেত হয়েছে-এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ অস্ত্রসহ আলমগীর, মোহাম্মদ আলী ও রফিক মিয়াকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। চৌদ্দগ্রামে আটকের ঘটনায় রোববার চৌদ্দগ্রাম থানায় তিনজনের বিরুদ্ধে এসআই আরিফ হোসেন বাদি হয়ে মামলা করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন