ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন প্রতিবন্ধী সংস্থা, সংগঠন ও স্কুলের প্রায় চারশ’ শিশু-কিশোরদের অংশগ্রহনে আগামী সোমবার শুরু হচ্ছে ওয়ালটন বিশেষ শিশু কিশোরদের শীতকালীন প্রতিযোগিতা। ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দু’দিন ব্যাপী প্রতিযোগিতায় প্যারা অলিম্পিকের ডিসিপ্লিনগুলেতে খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন, রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে। বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির সহ-সভাপতি মেজর (অব.) মো. ইয়াদআলী ফকির। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের এফএম ইকবল বিন আনোয়ার ও এটিএন বাংলার উপদেষ্টা চেয়ারম্যান কর্নেল (অব.) মীর মোতাহার হাসান ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন