সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভাগ্য ফেরেনি ইল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয় পেস সামলে উঠার পথ খুঁজে পায়নি ইংল্যান্ড। ব্রিজটাউনে তবু একটা ইনিংসে তারা দুইশ পেরুতে পেরেছিল। অ্যান্ডিগায় সেটাও হলো না। প্রথম টেস্টে ৩৮১ রানে হারা ইংল্যান্ড এবার তিন দিনে ম্যাচ হারল ১০ উইকেটে। দশ বছরের মধ্যে ইংলিশদের বিপক্ষে প্রথম সিরিজ জয় নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ।
স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে দিন শুরু হয়েছিল আলজারি জোসেপের মায়ের মৃত্যুর শোক সংবাদে। শোককে শক্তিতে পরিণত করে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ৪২.১ ওভারে ১৩২ রানে গুটিয়ে দেয় ক্যারিবীয় বোলারা। দ্বিতীয় ইনিংসেও আগুন ঝরিয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতে নেয়া কেমার রোচ নেন ৪ উইকেট। চারটি নেন দলপতি হোল্ডারও। মায়ের মৃত্যু সংবাদের পরও দলের সঙ্গে থেকে সিরিজ জয়ের অবদান রাখতে চাওয়া জোসেপ নেন ২ উইকেট। ইংলিশদের মধ্যে বিশোর্ধো ইনিংস কেবল জস বাটলারের (২৪)। মাত্র ১৪ রানের লক্ষ্য কোন অঘটন ছাড়াই পূর্ণ করে হোল্ডার বাহিনী।
দিনটা শুরুও করে উইন্ডিজ ৬ উইকেটে ২৭২ রান নিয়ে। বেশিক্ষণ তারা দাঁড়াতে পারেননি। স্টোকস-অ্যান্ডারসন-ব্রডরা ৩০৬ রানে গুটিয়ে দেয় স্বাগতিকদের প্রথম ইনিংস। সফরকারীরা প্রথম ইনিংসে করে ১৮৭ রান। আগামী শনিবার সেন্ট লুসিয়ায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট।
ইংল্যান্ড : ১৮৭ ও ৪২.১ ওভারে ১৩২ (বার্নস ১৬, ডেনলি ১৭, বেয়ারস্টো ১৪, রুট ৭, বাটলার ২৪, স্টোকস ১১, মইন ৪, ফোকস ১৩, কারান ১৩*, ব্রড ০, অ্যান্ডারসন ০; রোচ ৪/৫২, গ্যাব্রিয়েল ০/২২, হোল্ডার ৪/৪৩, জোসেফ ২/১২)। ওয়েস্ট ইন্ডিজ : (আগের দিন শেষে ২৭২/৬) ১৩১ ওভারে ৩০৬ (ব্রাভো ৫০, হোল্ডার ২২, রোচ ৬, জোসেফ ৭, গ্যাব্রিয়েল ১*; অ্যান্ডারসন ২/৭৩, ব্রড ৩/৫৩, স্টোকস ২/৫৮, কারান ০/৩৮, মইন ৩/৬২, ডেনলি ০/১) ও (লক্ষ্য ১৪) ২.১ ওভারে ১৭/০ (ব্র্যাথওয়েট ৫*, ক্যাম্পবেল ১১*; অ্যান্ডারসন ০/১০, ব্রড ০/৬)। ফল : উইন্ডিজ ১০ উইকেটে জয়ী। সিরিজ : ৩ ম্যাচের সিরিজে উইন্ডিজ ২-০ ব্যবধানে এগিয়ে। ম্যাচসেরা : কেমার রোচ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন