চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি মধ্যবাজার এলাকায় অগ্নিকান্ডে পাঁচটি বাড়ি পুড়ে গেছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, এ অগ্নিকান্ডের ফলে বালিয়াদিঘি মধ্যবাজারের হাবিল, সুফিয়া, উলেনুর, লাল মোহাম্মদসহ পাঁচজনের বাড়ি পুড়ে যায়। এছাড়াও অগ্নিকান্ডে পাঁচ পরিবারের ১৯টি ছাগল ও একটি গরু পুড়ে মারা যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক। পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয় বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন