আগামীকাল বলিউডে নির্মিত ‘মাস্তিজাদে’ এবং ‘সালা খাড়ুস’ ফিল্ম দুটি মুক্তি পাচ্ছে।
প্রীতিশ নন্দী কমিউনিকেশন্স এবং পিএনসি প্রডাকশন্সের ব্যানারে মুক্তি পাচ্ছে অ্যাডাল্ট কমেডি ‘মাস্তিজাদে’। পরিচালনা করেছেন প্রীতিশ নন্দী এবং রঞ্জিতা প্রীতিশ নন্দী। মিলাপ জাবেরির পরিচালনায় অভিনয় করেছেন সানি লিওনি, তুষার কাপুর, বির দাস, শাদ রান্দেভা, মিলাপ জাবেরি, রিতেশ দেশমুখ, বিবেক বস্বানি, সুরেশ মেনন, কুরুশ দেবু এবং আসরানি। আমাল মালিক, মিত ব্রাদার্স অঞ্জন এবং আনন্দ রাজ আনন্দ।
রাজকুমার হিরানি ফিল্মস, ট্রাইকালার প্রডাকশন্স প্রাইভেট লিমিটেড এবং ইউটিভি মোশন পিকচার্সের ব্যানারে ‘সালা খাড়ুস’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। থ্রিলার ফিল্মটি প্রযোজনা করেছেন রাজকুমার হিরানি, সিদ্ধার্থ রায় কাপুর এবং আর মাধবন। সুধা কঙ্গোরার পরিচালনায় অভিনয় করেছেন আর মাধবন, নাসের, জাকির হুসেন, ঋতিকা সিং। এক কঠোর বক্সিং কোচ এবং তার তরুণী সাগরেদের গল্প।
‘সালা খাড়ুস’ থেকে নেয়া একটি দৃশ্য
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন