মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজশাহীর চারঘাটে পুরানপুরে গতকাল রাতে মাদক ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গুলি বিনিময়ে ফজলুল হক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারঘাট থানার অফিসার ইনচার্জ, এসআইসহ চারজন আহত হয়েছেন।
নিহত মাদক ব্যবসায়ী রাউধা এলাকার আবদুল ওহাবের ছেলে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান জানান, গভীর রাতে মাদক ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউণ্ড শটগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে। এসময় মাদক ব্যবসায়ী ফজলুল হককে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় চারঘাট থানার ওসি নজরুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরে ফজলুলকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন