সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো রবীন্দ্র সঙ্গীত গাইলেন দিনাত জাহান মুন্নী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী প্লেব্যাক শিল্পী হিসেবেই পরিচিত বেশি। ১৯৯৭ সালে শওকত আলী ইমনের সুরে ‘জননেতা’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে তার যাত্রা শুরু। তারপর আধুনিকসহ বিভিন্ন ধরনের গান গেয়েছেন। প্রথমবারের মতো এই শিল্পী গাইলেন রবীন্দ্র সঙ্গীত। ‘আহা আজি এ বসন্তে’ শিরোনামে রবীন্দ্রনাথের জনপ্রিয় এই গানে কন্ঠ দিয়েছেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। ভিডিও নির্মাণ করেছেন মাসুদুল হক। গানটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে। মুন্নী বলেন, বরীন্দ্রনাথ ঠাকুর আমার প্রিয় কবিদের মধ্যে একজন। তার গান ভালোবাসি ছোটবেলা থেকেই। প্রথববার গাইলাম রবীন্দ্র সঙ্গীত। আমি আমার গায়কীর সর্বোচ্চটা দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে। দিনাত জাহান মুন্নী ছোটবেলা থেকেই গান করেন। স্কুলশিক্ষিকা মা তাকে গানের ক্লাসে ভর্তি করে দিয়েছিলেন। পাঁচবার পেয়েছেন জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার শ্রেষ্ঠ পুরস্কার। ২০০০ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রতীক্ষা’। এরই মধ্যে কয়েক’শ গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন