কবি আল মাহমুদের মৃত্যুতে কেঁপে উঠলো বই মেলা। সকলের মুখে মুখে ছিল, এই মৃত্যুর খবর!ভারতের বাংলা ভাষী পাঠকদের মধ্যও ছিল শোকের ছায়া।কোলকাতার একাধিক সাহিত্য পত্রিকার সম্পাদক দিপক কর,সাহিত্যিক মনীলাকুন্তলা গুপ্তা বলেন,এ মৃত্যু সাহিত্যের জন্য সীমাহীন লস।
তরুণদের মধ্যে শোকটা সব'চে বেশি। মেলার কয়েজন প্রকাশক জানান,আল মাহমুদের মত কবি শতাব্দীতে একবার জন্মায়। তার বিখ্যাত কবিতার বই ' সোনালী কাবিন ' দুই বাংলায় বিপুল ভাবে নন্দিত। মেলায় কবির বিভিন্ন পুরনো বই সটলে সট্লে পা
ঠকরা হন্নে হয়ে খুঁজছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন