শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বই মেলায় হানিফ সংকেত-এর বই ‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

এবারের বইমেলায় বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক হানিফ সংকেত-এর একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’। গ্রন্থটিতে তার গভীর পর্যবেক্ষণ, রমনীয় বর্ণনা, ক্ষুরধার বুদ্ধিবৃত্তিক বিষয়গুলোকে জীবন্ত করে তোলা হয়েছে। হানিফ সংকেত বরাবরই সমাজ ও পরিবারের বিভিন্ন অসংগতি তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আমাদের নাগরিক সচেতনতা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেও ভূমিকা রাখছেন। তার এবারের গ্রন্থেও এ বিষয়গুলো প্রাধান্য দেয়া হয়েছে। হানিফ সংকেত বলেন, ‘মিডিয়াতে আমার শুরুটাই হয়েছে লেখালেখি দিয়ে। আর সেটা সত্তুর দশকের শুরু থেকেই। দর্শকদের ভালোবাসার কারণে ইত্যাদিকে নিয়ে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়, তাই ইচ্ছা থাকা সত্তে¡ও সবসময় লিখতে পারি না। গত ৩০ বছর ধরেই আমাকে একটা সিডিউল মেনে চলতে হচ্ছে। সেই সিডিউলটা আমার হাতে নয়, টিভির হাতে। একটি নির্দিষ্ট তারিখে ইত্যাদি প্রচার হয় বলে আমাকে সেই তারিখের পূর্বে অনুষ্ঠানটি নির্মাণ করে জমা দিতে হয়। তবে যতই ব্যস্ত থাকি না কেন মনের ক্ষুধার তাড়নায় চেষ্টা করি সংখ্যায় বেশি না হলেও বছরে অন্তত একটি হলেও বই প্রকাশ করতে।’ হানিফ সংকেত বলেন, ‘মানুষ নিঃশ্বাসে যেমন বাঁচে-তেমনি বিশ্বাসেও বাঁচে। নানা ঘটনার মধ্যে মানুষ আঁকড়ে ধরতে চায় আত্মবিশ্বাস, পারিবারিক বিশ্বাস, সামাজিক বিশ্বাস এবং রাষ্ট্রীয় বিশ্বাসকে। কিন্তু ঘটমান নানা অঘটন কখনো কখনো বিশ্বাসের ভিত নাড়িয়ে দেয়। তার মধ্যে দাঁড়িয়ে দৃষ্টি বাড়িয়ে যা দেখেছি, যা বুঝেছি তা নিয়ে বিভিন্ন সময় নিজের উপলব্ধির কথা লিখেছি বিভিন্ন জাতীয় দৈনিকে। কথায় আছে, ‘নিঃশ্বাসের বিশ্বাস নাই’ অর্থাৎ যে কোন সময়ই নিঃশ্বাস চলে যেতে পারে। কিন্তু বিশ্বাস যখন বারবার অবিশ্বাস্য আঘাতে জর্জরিত হতে থাকে, তখন মনে হয়-বিশ্বাসই যেন আর নিঃশ্বাস নিতে পারছে না। সেই বোধ থেকেই বিভিন্ন সময়ে প্রকাশিত লেখাগুলোর সংকলন ‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’।’ বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। ‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’ বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। উল্লেখ্য বিভিন্ন প্রকাশনী থেকে উপন্যাসসহ বিভিন্ন বিষয়ের উপর ইতিপূর্বে হানিফ সংকেতের ৩০টির মত গ্রন্থ প্রকাশিত হয়েছে।

অনলাইনে বইটি রকমারী.কম, বইবাজার.কম হতে কেনার সুযোগ রয়েছে। অনলাইন অর্ডার লিংকঃ http://bit.ly/2E7jXjH

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন