শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নারী বিশ্বকাপেও ‘ভিএআর’!

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

রাশিয়া বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলতি বছরে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিশ্বকাপ আসর। আর এই টুর্নামেন্টেও ভিএআর প্রযুক্তি ব্যবহার করতে চাইছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফ্রান্সে আগামী ৭ জুন শুরু হবে নারী বিশ্বকাপ। এই আয়োজনকে সামনে রেখে গতপরশু আলোচনায় বসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং উয়েফা নেতা আলেক্সেন্ডার ক্যাফেরিন। যেখানে ভিএআর ব্যবহারকে ইতিবাচক বলে মতামত দিয়েছেন ফিফা সভাপতি, ‘আমরা ইতিবাচক ফলাফল পেয়েছি। আমি আশা করবো, নারী বিশ্বকাপেও আমরা ভিএআর ব্যবহার করতে পারবো।’
নারী বিশ্বকাপেও ভিএআর ব্যবহার করা গেলে সেটা ইতিবাচক হবে বলেই মনে করছেন যুক্তরাষ্ট্র নারী দলের কোচ জিল ইলিস। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘দারুণ একটা খবর। আমি মনে করবো, আমাদের খেলার সঙ্গে সংশ্লিষ্টরা এটাকে ইতিবাচক হিসেবেই দেখবেন। এটা দারুণ সিদ্ধান্ত। বিশ্বকাপে ভিএআর ব্যবহার করাটাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছি।’

তবে নারী বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে আলোচনায় বসবে ফিফা’র নীতি নির্ধারকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন