শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১২:৩৮ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন ২২ এপ্রিল পর্যন্ত স্থগিত করল আদালত। রিবলী ইসলাম কবিতা নামে সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুপ্রিম কোর্টে রিট করলে আদালত এ আদেশ দেন। ১০ মার্চ এ উপেেজলা পরিষদে শুধুমাত্র সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন স্থগিত হওয়ার চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা। এর আগে ২০ ফেব্রুয়ারি জেলা রিটার্নিং অফিসার কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে মো. মনিরুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিবলী ইসলাম কবিতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন