আগামী কাল রোববার ১০ মার্চ পঞ্চম উপজেলা নির্বাচনের গোদাগাড়ী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোদাগাড়ী উপজেলা প্রশাসন।
শনিবার বেলা প্রায় ১২ টার সময় হতে উপজেলার ৯৪ টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে ভোটের ব্যালট পেপার, সিল ও ভোট বাক্স বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা পুলিশ ও আনসারের সহযোগিতায় ভোট কেন্দ্রে সরঞ্জামাদি নিয়ে যেতে থাকে।
গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, আগামী কাল ১০ মার্চ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, ৩ প্লাটুন বিজিবি, র্যাব সহ আনসার সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ ফোর্স নিয়োজিত থাকবে বলে জানান। গোদাগাড়ী উপজেলায় ৩৫ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।
গোদাগাড়ী উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৩৮ হাজার ৩৪ জন। ভোট কেন্দ্র ৯৪ টি বুথের সংখ্যা ৬১৬ টি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন