হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা শাখার দু’দিনব্যাপী শানে রেসালত সম্মেলন ১৫ মার্চ থেকে শুরু। ১৬ মার্চ শনিবার বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে ঐতিহাসিক এ মাহফিল শেষ হবে।
জেলা হেফাজতে ইসলামের মিডিয়া সমন্বয়কারী হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর জানান, দুইদিনের এ সম্মেলনে প্রধান মেহমান হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী উপস্থিত থাকবেন।
সম্মেলনে বিশেষ মেহমান থাকবেন হেফাজতে ইসলামের মহাসচিব ও জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর সহকারি মহাপরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী। এছাড়াও প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা সাজিদুর রহমান, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, আল্লামা জুনাইদ আল-হাবিব, ড. আ.ফ. ম খালিদ হোসেন, আল্লামা সৈয়দ আলম আরমানী, মাওলানা হাফেজ আব্দুল হক, মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি সাখাওয়াত হোছাইন, মাওলানা নুরুল ইসলাম সাদেক, মাওলানা মোস্তফা নূরীসহ বরেণ্য ওলামা-মশায়েখ উপস্থিত থাকবেন। দুই দিনব্যাপী এ শানে রেসালত সম্মেলনের প্রস্তুতি ইতিমধ্যে চ‚ড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। তিনি জানান, জেলা জুড়ে এ সম্মেলনকে ঘিরে তৌহিদী জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি বলেন, দু›দিনের এ মাহফিল দ্বীন অনুরাগী জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। সম্মেলনে সর্বস্তরের তৌহিদী জনতাকে শরীক হওয়ার আহবান জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা আবুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন