ঢাকার সাভারের আশুলিয়ায় জাল টাকা তৈরি ও সরবরাহকারী চক্রের মূল হোতাকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে জাল ২ লাখ টাকা।
রবিবার আশুলিয়ায় থানায় এক সংবাদ সম্মলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
আটক রেজাউল হোসেন (৪৫) গাইবান্ধা জেলার সদর থানার পূর্ব গায়েসপুর গ্রামের মুনসের হোসের ছেলে। বর্তমানে আশুলিয়ায় বসবাস করে এই অপকর্ম চালিয়ে আসছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আশুলিয়া ভাদাইল থেকে রেজাউল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা জাল ২ লাখ টাকাও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল টাকা সংক্রান্ত অপরাধে মামলা রয়েছে।
তিনি আরো জানান, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরি মেশিন উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর রিমান্ড আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন