চৈত্রের শুরুতে ভয়ানক ঝড়ের তান্ডবে কুমিল্লার চান্দিনায় ব্যাপক ক্ষতি হয়েছে। গত রোববার রাত ১১ টার পর থেকে শুরু হওয়া ওই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়িঘর, বৈদ্যুতিক লাইন, স্কুলসহ মাসব্যাপী অনুষ্ঠিত বাণিজ্য মেলা। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, প্রচন্ড ঝড়ো বাতাসে উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ এএমএফ উচ্চ বিদ্যালয় দ্বিতল ভবনটির টিনের চালা উল্টে যায়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন বলেন, আমাদের বিদ্যালয়ের দ্বিতীয় তলার ভবনটির ওপরে টিনের চালা দেওয়া ছিল। ওই ভবনে ৬টি টয়লেট ও একটি শ্রেণিকক্ষ ছিল। রাতের ঝড়ো বাতাসে ওই ভবনটির টিনের চালা উল্টে মাটিতে পড়ে যায়। ভেঙে যায় ভবনটির দেয়াল। এদিকে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার প্রধান ফটকসহ দোকান-পাট লণ্ডভণ্ড হয়ে যায়। মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ী ও আয়োজকরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন