রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
গতকাল মঙ্গলবার দিনগত রাত ১১টা ৩৫ মিনিটে ওই ভবনে আগুন লাগে। তখন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর ৪৫ মিনিট পর আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান বলেন, এলিফ্যান্ট রোডের একটি ১০ তলা ভবনে তৃতীয় তলায় পরিত্যক্ত জুট থেকে আগুণের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ১২টা ১২ মিনিটে আগুন নেভায়।
এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের বা ক্ষতির ঘটনা ঘটেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন