নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী তিন প্রার্থীকে অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন ও মহসিন মিয়া। সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজুর রহমানের প্রচারণার গাড়িতে সাউন্ড সিস্টেম করে মিছিল করায় ২০ হাজার টাকা, ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন ও মহসিন মিয়া পৌর এলাকায় প্রচারণায় একাধিক মাইক ব্যবহার করায় তাঁদেরকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধিমালার ২১ (২) ধারায় এ দণ্ডাদেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন