শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রচারণায় বাধা গাড়ি ভাঙচুর মাইক ছিনতাই

ফেনী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ফেনীতে চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী এম আজহারুল হক আরজুকে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া, গণসংযোগ চালানোকালে গাড়িবহরে হামলা, ভাঙচুর, গুলি, প্রচার মাইক ছিনতাই ও নির্বাচনী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে গতকাল সকালে সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন। এসব বিষয় উল্লেখ করে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি বলে জানান।
এ সময় লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বিকালে ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগের নেতৃত্বে ২টি শর্টগান দেশী বিদেশী অস্ত্র নিয়ে তার উপর আবদুর রহমানের লোকেরা হামলা চালায়। এ সময় মসজিদের ভিতর আশ্রয় নিয়ে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন করেন। একপর্যায়ে ফেনী মডেল থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আনার চেষ্টাকালে পুলিশের গাড়িতেও হামলা করে দুর্বৃত্তরা। পরে কোনরকমে তিনি প্রাণে বেচে বাড়িতে ফিরে যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন