চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিক্সা ও লামা উপজেলা চেয়ারম্যানের জিপের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন মা ও সিএনজি ড্রাইভার। গতকাল সকাল ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট সেলিমা কাদের ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামের বাসিন্দা আবদুল আজিজ (৫০) ও তার মেয়ে আফিসা (৩)।
দুর্ঘটনায় আহত হয়েছেন আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম ও অটোরিকশা চালক কাঞ্চন দাশ। আহত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভ‚ঁইয়া জানান, ‹লামা উপজেলা চেয়ারম্যানের পাজেরো জিপটি কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। সেলিমা কাদের ডিগ্রি কলেজ এলাকায় এলে অটোরিকশার সঙ্গে পাজোরো জিপের সংঘর্ষ হয়›।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হলে ডাক্তার আবদুল আজিজকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় শিশু আফিসারও মৃত্যু হয়›। গুরুতর আহত আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম ও সিএনজি অটোরিকশা চালক ইছাখালীর নির্মল দাশের ছেলে কাঞ্চন দাশ চিকিৎসাধীন রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন