শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মেসিতে মুগ্ধ দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ৯:৫৮ পিএম

দর্শকঠাসা মাঠে ক্রিকেট ব্যাট হাতে বিনোদন কম জোগাননি। রাহুল দ্রাবিড়ের ব্যাটিং মানে তো ছিল ক্রিকেট ব্যাটিংয়ের ব্যাকরণ জীবন্ত হয়ে ওঠাই! খেলা ছেড়ে কোচিংয়ে আসা ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান এবার বনে গেলেন দর্শক, তবে ক্রিকেটের নয়, ফুটবলের।
স্প্যানিশ লিগে বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ দেখতে সপরিবার গেছেন ন্যু ক্যাম্পে। বার্সার সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউর সঙ্গে দেখা হয়েছে তার, নিজের নামাঙ্কিত বার্সার জার্সিও উপহার পেয়েছেন। আর দ্রাবিড় মুগ্ধ হয়েছেন চর্মচক্ষে লিওনেল মেসির খেলা দেখে। ক্রিকেটের মানুষ হলেও মেসিকে বর্ণনা করতে গিয়ে ফুটবল-বিশ্লেষকই বনে গেলেন ৪৬ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান, ‘বল পায়ে মেসি কত দুর্দান্ত, সেটা দেখা এক কথা, বল ছাড়াও ও যেভাবে ফাঁকা জায়গা খুঁজে নিতে পারে, সেটাও অবিশ্বাস্য। আমার মনে হয় না ওর চেয়ে ভালো কোনো ফুটবলার কখনো এসেছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন