দুবাইয়ে অনুষ্ঠিত এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করতে গতকাল দেশ ছেড়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। তবে প্রধান রাহুল দ্রাবিড় যেতে পারছেন না দলের সাথে। তিনি কোভিড টেস্টে পজেটিভ। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী দুই দিনের মধ্যে আবারো টেস্ট করা হবে এই কিংবদন্তি সাবেক ব্যাটসম্যানের। সেই টেস্টে যদি দ্রাবিড় কোভিড নেগেটিভ হন তাহলে তিনি দলের সঙ্গে যোগ দিতে দুবাইয়ের ফ্লাইট ধরবেন। মাঝের দুইদিন সহকারী কোচ পরশ মামব্রের অধীনে অনুশীলন করবে টিম ইন্ডিয়া। ভারতের অসংখ্য টেস্ট ও ওয়ানডে জয়ের নায়ক দ্রাবিডের দ্রæত ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী বিসিসিআই,’দ্রাবিড় বোর্ডের মেডিকেল টিমের তত্বাবধানে আছেন। এই মুহ‚র্তে তার সামান্য উপসর্গ আছে। নেগেটিভ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দলের সাথে যোগ দিবেন।‘
ভারত দলের সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরেও দলের সঙ্গে ছিলেন না ‘দ্যা ওয়াল’ খ্যাত দ্রাবিড়। টানা সফরের ধকল সামলাতে এই সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। জিম্বাবুয়ে সিরিজে ৩-০ ব্যবধানে জেতে ভারত। আর এই সিরিজে দ্রাবিড়ের অনুপস্থিতিতে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তারই এক সময়ের সতীর্থ ও বর্তমান ভারতের জাতীয় একাডেমির প্রধান ভিভিএস লক্ষণ। ধারনা করা হচ্ছে লক্ষণই এশিয়া কাপে দলের দায়িত্ব থাকবেন যদি দ্রাবিড় শেষ পর্যন্ত কোভিডের কারণে ছিটকে যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন