গাইবান্ধার গোবিন্দগঞ্জে টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা করেছে এক গৃহবধূ। এঘটনায় লিটন মন্ডল (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক লিটন মন্ডল উপজেলার শাখাহার ইউনিয়নের ফেসকা গ্রামের আব্দুল মজিদ মন্ডলের পুত্র।
জানাগেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের এনামুল হকের স্ত্রী রিক্তা বেগম (২৫) তার বাবার বাড়ী একই ইউনিয়নের দামগাড়ী গ্রামে যাওয়ার সময় পিয়ারাপুর ফেসকা ব্রীজের দক্ষিণ পাশে পৌছিলে কয়েকজন যুবক তার পথ রোধ করে তার কাছে থাকা ২০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নেয়। এসময় রিক্তা বেগম চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে লিটন মন্ডলকে হাতে নাতে আটক করলেও তার সাথে থাকা অপর তিন ছিনতাইকারী পালিয়ে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লিটন মন্ডলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন