আজ ১ বৈশাখ ১৪২৬ বিশ বছরে পা রাখছে বেসরকারী খাতে দেশের প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ টেলিভিশন একুশে টেলিভিশন। মুক্তিযুদ্ধের চেতনা ও পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ থাকার প্রতিশ্রæতি নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই টেলিভিশনটির। ১৯ বছর ধরে প্রতিষ্ঠানটিকে অতিক্রম করতে হয়েছে নানা ঝঞ্ঝা শংকুল পথ। সংকট অতিক্রম করে বার বার মাথা তুলে দাঁড়িয়েছে একুশে টেলিভিশন। একুশে টেলিভিশনের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বলেছেন, ‘বিশতম বছরে পা দিয়ে তারুণ্যের ঝলক ছড়াবে একুশে টেলিভিশন’। ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল এ কে মোহাম্মাদ আলী শিকদার (অব.) বলেছেন, ‘একুশের মহান শিক্ষাই আমাদের চলার পথের পাথেয়।’ বাংলা নতুন বছর ও একুশের জন্মদিনে দিনভর থাকছে নানা আয়োজন। একুশে ভবনে দিনভর চলবে একুশে কর্মী কলাকুশলীদের সম্মিলন। একুশের পর্দায় বিশেষ আয়োজনের মধ্যে থাকবে পুতুল নাট্য, সরাসরি বিশেষ সঙ্গীতানুষ্ঠান, বাংলা চলচ্চিত্র, একুশের ধারাবাহিক ইতিহাস তুলে ধরে বিশেষ অনুষ্ঠান ‘একুশের সাতকাহন’। দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় ‘একুশের সাতকাহন’ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে স্মৃতিচারণ করেছেন আবুল হায়াত, সম্পা রেজা, সামিয়া রহমান এবং সামসুদ্দিন হায়দার ডালিম। এছাড়া একুশের নেপত্যজনদের নিয়ে নির্মাণ করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘নেপথ্যর সুজন। প্রিতি দত্তের রচনা এবং পরিচালনায় প্রচার হবে বিশেষ নাটক ‘ডাক নামে ডেকো না কেউ’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, এসএন জনি, মিথিলা এবং আইরিন আফরোজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন