শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১:০০ পিএম

খুলনাসহ সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন।
সিবিএ সভাপতি বলেন, ‘দীর্ঘ বৈঠকের পর ধর্মঘটসহ সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল ১০ সপ্তাহর মজুরি প্রদান এবং আগামী ১৮মে মজুরি কমিশন শ্রমিকদের হাজিরা খাতায় লিপিবদ্ধ করার প্রতিশ্রুতিতে এ ধমর্ঘট প্রত্যাতার করা হয়েছে।’
পাটকল শ্রমিকদের ৯৬ ঘন্টার ধর্মঘট চলাকালে ঢাকা শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেএমসির চেয়ারম্যান, পরিচালক, পাটকল শ্রমিকলীগ এবং সারাদেশের সিবিএ-ননসিবিএ নেতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন