চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে সকালে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারেই কম ছিল।
দুটি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি, র্যাব ও পুলিশের দুটি স্ট্রাইকিং ফোর্স, কেন্দ্রে পুলিশ-আনসার ভিডিপি ভোটগ্রহণে সার্বিক দায়িত্ব পালন করছেন বলে উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রায়হান কুদ্দুস জানান।
উপজেলা রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উজিরপুর হাউস সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শুধু ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে। কেন্দ্র দুটিতে ৫ হাজার ৯৪৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন