শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

নেত্রকোনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন,বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ^াসী। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তার জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। এ জন্য সাংবাদিক কল্যাণ ফান্ডে ৫০ কোটি টাকার অনুদান প্রদান করা হয়েছে। শেখ হাসিনার বিগত ১০ বছর ছিল উন্নয়নের বছর। আগামী ৫ বছর হচ্ছে সুশাসনের বছর। সরকার দেশ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। ফলে দেশ থেকে সন্ত্রাস জঙ্গীবাদ অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে। এখন সরকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ আর সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও দুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদেরকে আরো বেশী দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন