শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ৩:২৮ পিএম

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মহাসড়কে মোটরসাইকেল-পাগলুর মুখো-মুখী সংঘর্ষে নবম শ্রেণীর ছাত্র সাগর (১৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃতূ্ হয়েছে, তার বন্ধু একই শ্রেণীর ছাত্র
 আরমান (১৪) নামের এক যুবক গুরুতর 
আহত হয়েছে। এমন ঘটনা ঘটেছে রাণীশংকৈল-ফায়ার ষ্টেশনের সামনে মহাসড়কের উপর।
২০ এপ্রিল শনিবার বিকেল সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে। পরদিন সকাল ১১ টায় নিহত সাগরের জানাজার নামাজ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাগেছে, সাগর উপজেলার ভান্ডারা গ্রামের শাহাজাহান আলীর ছেলে। আহত
আরমান ভাটাপুরা গ্রামের সোলেমান আলীর ছেলে। ২ বন্ধু একটি মোটরসাইকেলে নেকমরদ যাওয়ার পথে বেপরোয়া পাগলুর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রক্তাক্ত অবস্থায় মহাসড়কের উপর লুটিয়ে পড়ে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের রানীশংকৈল  হাসপাতাল হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এসময় কর্ত্যবরত ডাক্তার সাগরকে মৃতূ্ বলে ঘোষনা
 করেন । ডাক্তার জানান, আরমানও
আশংকাজনক।
এব্যাপারে রানীশংকৈল থানা অফিসার ইন্চার্জ আব্দুল মান্নান বলেন, দুর্ঘটনার খবর শুনেছি, তবে থানায় কোন অভিযোগ হয়নি।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন